হবিগঞ্জ শহরের উপকন্ঠে যুগোপযোগী একটি মানসম্মত কলেজ প্রতিষ্ঠার জন্য হবিগঞ্জের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ র্দীঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন। মোঃ আব্দুল কবির হবিগঞ্জ বাসীর উৎসাহ উদ্দীপনায় সাড়া দিয়ে ২০০১ সালে হবিগঞ্জের উপকন্ঠে গড়ে তোলেন কবির কলেজিয়েট একাডেমি। ২০০৭-০৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করে এ প্রতিষ্ঠান। বহু ঘাত-প্রতিঘাত অতিক্রম করে এ প্রতিষ্ঠানটি বর্তমানে সরকারের সংশ্লিষ্ট বিভাগসহ এলাকাবাসী ও সুধীমহলের প্রসংশা কুড়িয়েছে। কবির কলেজিয়েট একাডেমির শিক্ষার গুণগত মানকে আরো গতিশীল করতে বিজ্ঞজনদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় এ প্রতিষ্ঠান। আর এ লক্ষ্যে সংশ্লিষ্ট সুধীজনদের ঐকান্তিক সুপরামর্শ ও সহযোগিতা কামনা করছে কবির কলেজিয়েট একাডেমি।