সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। আল্লাহ সদা, সৎ কর্মের সহায়ক। দেশ ও জাতির একজন সন্তান হিসেবে আমি আমার চিন্তা, চেতনা, মনন ও নান্দনিকতার অভিপ্রায়ে কাজ করে যাচ্ছি; ইহকালের দায়বদ্ধতা থেকে পরকালের দায় মুক্তির লক্ষ্যে প্রত্যেকটি মানুষের নিজস্ব একটি ভূবন থাকে। দূরত্বকে কাছে টানতে হাত বাড়িয়েছি সে ডাকে সবাই সাড়া দিয়েছেন আমি কৃতজ্ঞ সবার কাছে। কবির কলেজিয়েট একাডেমির ওয়েব সাইটে তথ্য প্রযুক্তির মিলন মেলাতে সবাইকে সম্পৃক্ত হওয়ার জন্য আহবান জানাচ্ছি । আমার স্বার্থকতা সেখানেই যেখানে প্রতিনিয়ত তৈরি হবে নৈতিক জ্ঞান সম্পন্ন শৈল্পিক মানুষগুলো । যারা নির্মান করবে সুন্দর এক পৃথিবী। ভালবাসবে একে অন্যকে । শিল্প-কারখানায় অসংখ্য মানুষের কর্মসংস্থান হয় এবং তৈরী করে পণ্য। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি তৈরি করতে চাই আলোকিত মানুষ । আর সেই মানুষ গুলোই মানুষের পাশে থেকে কল্যাণমূলক কাজ করে যাবে । এটাই আমার একান্ত প্রত্যাশা।

Upload: