হবিগঞ্জ শহরের উপকণ্ঠে অবস্থিত ঐতিহ্যবাহী ‍‍‍‍"কবির কলেজিয়েট একাডেমি" অত্র অঞ্চলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলস প্রচেষ্ট চালিয়ে যাচ্ছে । যা বর্তমান সরকারের জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করতে সক্রিয় ভূমিকা রাখছে। তথ্য প্রযুক্তির বর্তমান যুগে এ একাডেমিটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। আর এ বিশ্বাসটি বাস্তবে রূপ পেতে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি তার একটি নিজস্ব ওয়েব সাইট খোলার মধ্য দিয়ে যা সত্যিই হবিগঞ্জ বাসীর জন্য অত্যন্ত সুখবর। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযুদ্ধা মুহাম্মদ আব্দুল কবির এ প্রতিষ্ঠান সহ অনেক গুলো প্রতিষ্ঠান হবিগঞ্জ জেলায় প্রতিষ্ঠা করার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কবির কলেজিয়েট একাডেমি গভর্ণিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী নিরলস কাজ করে যাচ্ছে। আশা করি উক্ত প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী মানসম্মত শিক্ষা গ্রহণ করে স্ব স্ব কর্মক্ষেত্রে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবে।

      পরিশেষে সকলের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করছি।