ক) কলেজের অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
খ) সঠিক তথ্য দ্বারা ফরম পূরণ করে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে
হবে।
গ) ভর্তিকৃত ছাত্র-ছাত্রীকে কোনভাবেই অন্য প্রতিষ্ঠানের জন্য ছাড় পত্র প্রদান করা হবে
না।
ঘ) ভর্তি সম্পর্কিত সকল বিধি-বিধান প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত।
কলেজের শৃংখলা বিধিঃ- নিয়মানুবর্তিতা বা শৃংখলাবোধের মূল ভিত্তি হলো শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসস্পর্ক ।
ক) ক্লাসে দেওয়া সমস্ত কাজ ও বাড়িতে দেওয়া সমস্ত কাজ যথাযথভাবে শেষ করা।
খ) শ্রেণী কক্ষে চুইংগাম না খাওয়া, যেখানে সেখানে থু-থু ও আবর্জনা নিক্ষেপ না করা।
গ) দেয়ালে, দরজা-জানালায় বা অন্য কোথাও লোখালেখি বা দাগ দেওয়া বা আঁকা-আকিঁর কু-অভ্যাস থেকে অবশ্যই বিরত থাকা।
ঘ) রাজনীতি ও ধুমপান থেকে কঠোরভাবে বিরত থাকা।
ঙ) ক্যাম্পাসে/শ্রেনীকক্ষে দৌড়াদৌড়ি/ঠেলাধাক্কা না করা এবং বরান্দা/সিঁড়ির বাম পাশ দিয়ে চলাচল করা।
চ) যদি কোন শিক্ষার্থী অন্যায় আচরণ করে তাহলে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। যেমনঃ-
* তাকে অতিরিক্ত কাজ দেওয়া হতে পারে।
* তাকে একাডেমিতে নির্দিষ্ট সময় পরও আটকে রাখা হতে পারে।
* তার বিরুদ্ধে হেড অব ডিপার্টমেন্টের কাছে রিপোর্ট দেয়া হতে পারে।
* তাকে নির্দিষ্ট সময়ের জন্য বহিস্কার করা হতে পারে।
* ভর্তি বাতিল করে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে।
[ বিশেষ দ্রষ্টব্যঃ আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি ফরম ডাউনলোড করা যায়। ভর্তি ফরম ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।