কবির কলেজিয়েট একাডেমির মূখ্য আদর্শ ও উদ্দেশ্য গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তে যুগোপযোগি ও ভবিষৎ কর্মোপযোগি তথা মেধাবী কর্মশক্তি তৈরির লক্ষ্যে ক্যাডেট কলেজের ধাচে, বিজ্ঞানসম্মত, আধুনিক, ব্যবহারিক, সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান করে সাফল্য অর্জন করা। এছাড়াও শিক্ষার গুণগত মানের উৎকর্ষ সাধনের পাশাপাশি ক্রীড়া, বির্তক, উপস্থিত বক্তৃতা, অভিনয়, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডসহ বিবিধ বিষয়ে শিক্ষার্থীদের পারদর্শী করে জীবন সংগ্রামের অকুতোভয় সৈনিক হিসেবে গড়ে তোলা।
শিক্ষার্থী বন্ধুরা ভাঙ্গা গড়া জয় পরাজয় সংঘাত সম্মিলন সবকিছু অতিক্রম করে বিকশিত হও নতুন দিগন্তের উদ্দেশ্যে
যা আমার কাম্য - প্রতিষ্ঠাতা, কবির কলেজিয়েট একাডেমি।